শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

বানিয়াচংয়ে ৬৩টি ঝুঁকিপুর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

বানিয়াচং প্রতিনিধি : অন্ধকারাচ্ছন্ন শ্রেণিকক্ষ। ভবনের দেয়াল ও বারান্দায় ফাটল। ছাদের বীম ভেঙে বৃষ্টির পানি পড়ছে শ্রেণিকক্ষে। প্রতিটি শ্রেণিকক্ষের ছাদের বীম, ইটি-সুরকি খসে পড়ে জং ধরা রড বেরিয়ে পড়েছে। দরজা জানালার অবস্থাও নাজুক। সেই সঙ্গে সামান্য বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি পড়ে। এমন বেহাল দশা বানিয়াচং উপজেলার মোট ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ভবনগুলোর অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কোন সময় ছাদ,বীম ও পিলারের অংশ ধসে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এসব জরার্জীন ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে ৬৩ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বানিয়াচং উপজেলার ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৩টি বিদ্যালয়কে ঝুঁকিপুর্ণ ভবন হিসেবে চিহ্নিত করে তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। ঝুঁকিপুর্ণ বিদ্যালয়ের তালিকা করতে স্থানীয় উপজেলা প্রকৌশলীর সাহায্য-সহযোগিতা নিয়েছেন তারা।

ঝুঁকিপুর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো হল- সুবিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেলঘড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাউরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, আড়িয়ামুগুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হারুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘাগরাকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রায়েরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দমারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহনপুর বড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোগড়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চমকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাড়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাদিরগঞ্জ সপ্রাবি,বিজয়পুর সপ্রাবি,টুপিয়াজুরি সপ্রাবি,১৯নং দৌলতপুর সপ্রাবি,মাহতাবপুর সপ্রাবি,রায়মর্দন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সাঙ্গও সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছিলাপাঞ্চা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নোয়াবাদ চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গিরিশগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, জলিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নতুল্লাপুর তেরাউতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাকালকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আউয়ামহল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সেকান্দারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রুপসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সন্দলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নেয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রুপাপৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কান্দিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোলাটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, করছা বড়আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, উরমপুর জনতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাখাইতি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গরীব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়ইউড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর মাইঝচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুশিয়ারতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজানগর দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মথুরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, তকবাজখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর পুবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আদাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ।

এসব বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবন নির্মাণ ও মেরামতের জন্য উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেও কোনো ধরণের কাজ হচ্ছেনা বলে জানান সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। দ্রুত এসব ঝুঁকিপুর্ণ ভবন মেরামত অথবা নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা না করা হলে পুরো উপজেলার শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকা করছেন শিক্ষক ও অভিভাবকরা।

এ বিষয়ে বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম বলেন, উপজেলায় যে ঝুঁকিপুর্ণ বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের ভবনগুলো নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হবে। তালিকাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!