সৌরভ শীল, চুনারুঘাট(হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২নং ওয়ার্ড) বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন জিউর বিগ্রহ আখড়ায় রাধাষ্টমী পালিত হয়েছে।
বুধবার (২৬আগষ্ট) রাধাষ্টমী তিথি উপলক্ষে ভোরে- ভোগরতি, দুপুরে -শ্রীমদভগবদগীতা পাঠ ও শ্রীমদ্ভাগবত পাঠ, সন্ধ্যায় -সন্ধ্যারতি এবং রাত ৯টায় নামসংকীর্ত্তন পরিবেশনায় স্থানীয় ভক্তবৃন্দ তৎপর এ উৎসব আয়োজন সমাপন হয়েছে।
ওই আখড়া’র সেবাহেত পরামানন্দ বৈষ্ণব বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সরকারি নির্দেশনা মেনে এ রাধাষ্টমী তিথি পালন করা হয়েছে।