আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাট থেকেঃ
১০ কেজি গাঁজাসহ নালুয়া চা বাগানের ২ যুবককে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
আটক যুবকরা নালুয়া চা বাগানের দমদমিয়া ঠিলার মধু মঙ্গল তাতীর ছেলে পলাশ তাতী (২২) ও প্রমোদ কর্মকার এর ছেলে পিন্টু কর্মকার (২১)।
মঙ্গলবার ভোরে তাদের কে চুনারুঘাট -শায়েস্থাগঞ্জ সড়কের চানভাঙ্গা নামক স্থানে গাজা সহ আটক করে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীদের নামে বিভিন্ন থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে।এতে ধারনা করা যায় তারা চিহ্নিত মাদক কারবারি।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করে বলেন- মাদক শব্দটা যেখানে, সেখানে আমার আপোষ নেই।পুলিষের এ অভিযান অব্যাহত থাকবে। গত ১মাসে পুলিশ উল্লেখযোগ্য মাদক ও মাদক ব্যবসায়ীদের আটক করে নজির সৃষ্টি করেন।