নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ পৌরসভার উদ্যোগে মহামারী করোনা ভাইরাস (কোভিড১৯) দমন ও মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমদ অলির সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও করোনা ভাইরাস নিধনের জন্য ঔষধ ছিটানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম,ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান,পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণসহ আরো অনেকেই।