বানিয়াচঙ্গ(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষেশনিবার বিকালে বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউপি মিলনায়তনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। নারী ও শিশু সবার আগে, বিপদে দুর্যোগে প্রাধান্য পাবে” শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা পরিচালনা করেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক আজাদুল ইসলাম।
বক্তৃতা করেন যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেশ চন্দ্র চন্দ, রায়েরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাতুল মজুমদার, স্বাস্থ্য সহকারী জিল্লুর রহমান, ইউপি সচিব মোঃ জিলু মিয়া, টিসি বুলবুল ধর, পঃ পঃ সহকারী বীনা রানী দাস, নাজমুন নাহার, দেবী রানী দেব প্রমুখ।