চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের ছোট ভাই ও পশ্চিম পাকুরিয়া গ্রামের মোঃ আবু তাহের মিয়া মহালদারের ২য় পুত্র এবং চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন মিলনসহ ৩ প্রার্থী রবিবার মনোনয়ন দাখিল করেছেন। অন্য ২ প্রার্থীরা হলেন আছকির মিয়া ভান্ডারী ও মোঃ জালাল মিয়া। বিকাল ৪টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন মোঃ কামাল উদ্দিন মিলন। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম পাকুরিয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী আঃ গোফার, আঃ হক, আমির হোসেন চৌধুরী, সিরাজ মিয়া ও সুরুজ আলী প্রমুখ। উল্লেখ্য যে, গত ৬মে ৭ং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিয়ার অকাল মৃত্যুতে কাউন্সিলর পদটি শুন্য হয়ে যায়। আগামী ২আগষ্ট এ উপ-নির্বাচন অনুষ্টিত হবে।