নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়ার সঞ্চালনায় ইউএনও ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন – শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূইয়া,উপজেলা প্রাণি সম্পদ অফিসার কৃষিবিদ নাজিম উদ্দিন, জেলা আওয়ামী লাীগ উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মাহতাব , শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাধরণ সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসার আহ্ববান জানান।
বক্তারা বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে অস্থায়ী সরকারের শপথ গ্রহণ বাংলাদেশের স্বাধীনতাকে তরান্বিত করে।