লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে দু’দল-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছে ।
শনিবার(২০ এপ্রিল) সকাল সাড়ে দশটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,শনিবার সকালে তুচ্ছ ঘটনার জেরে উপজেলার তেঘরিয়া গ্রামের মুখলিছ মিয়ার ছেলে জাবেদ (২১) কে মৌবাড়ী গ্রামের আক্কাস মিয়ার পক্ষের লোকজন মারপিট করার সংবাদ তেঘরিয়া গ্রামের প্রচার হয়ে পড়লে মুখলিস মিয়ার দলের লোকজন ও মৌবাড়ী পক্ষে লোকজনের সাথে সকাল ১১টায় সংঘর্ষ সংঘটিত হয়।
এ সংঘর্ষের ঘটনায় তেঘরিয়া গ্রামের মুখলিস মিয়ার ছেলে জাবেদ (২১), স্বপন মিয়ার ছেলে মুনির মিয়া (৩০) ও খেলু মিয়ার ছেলে বিজয় মিয়া ( ১৮) এবং মৌবাড়ী গ্রামের মৃত শমশের আলীর ছেলে আক্কাস মিয়া (৫০) আহত হয়।
ঘটনার পর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কেএম মঞ্জুরুল আহসান আহতদের সাময়িক চিকিৎসা সেবা প্রদান করেন। অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা সেবা নিয়েছেন।
এ বিষয়ে লাখাই থানার পরিদর্শক(তদন্ত) চম্পক দাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে শান্ত রয়েছে।