নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সরকারিকর্মকর্তা,রাজনীতিবিদ,সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ, নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।
২২ এপ্রিল(সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়ার সঞ্চালনায় ও উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র এ এফ এম অলি, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়,শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া, উপজেলা প্রাণি সম্পদ অফিসার কৃষিবিদ নাজিম উদ্দিন, জেলা আওয়ামী লাীগ উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদ এর সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার,বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মাহতাব,সুনিল রায়, কাজি গুলাম মরতুজা,শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,প্রেসক্লাবের সাধরণ সম্পাদক মঈনুল হাসান রতন, অসিত রঞ্জন দাশ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন নতুন উপজেলায় নানা ধরনের সমস্যা বিদ্যমান। জেলা প্রশাসক তা সমাধানের চেষ্টা করবেন বলে জানান।