আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দের শেষ দিন ছিল ২৩ এপ্রিল।
নির্বাচন কমিশন থেকে বিভিন্ন প্রার্থীদের জন্য বরাদ্দকৃত প্রতীক জেলা নির্বাচন অফিস থেকে প্রার্থীদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।
আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী তিনজন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার।আমীর হোসেন মাষ্টারের নির্বাচনী প্রতীক ঘোড়া।
হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।আবুল কাসেম চৌধুরীর নির্বাচনী প্রতীক মোটরসাইকেল।অন্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। তার প্রতীক আনারস।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজন প্রার্থীর মধ্যে জাহেনারা আক্তার।তার প্রতীক প্রজাপতি।
মুক্তা রানী দাশ(রিয়া)তার প্রতীক ফুটবল। শিউলি রানী দাস তার প্রতীক কলস।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী প্রিয়তোষ রঞ্জন দেব তার প্রতীক বৈদ্যুতিক বাল্ব।মো:আসিক মিয়া তার প্রতীক তালা।এস এম সুরুজ আলী তার প্রতীক মাইক।
ফারুক আমীন তার প্রতীক উড়োজাহাজ। সৈয়দ নাছিরুল ইমাম তার প্রতীক টিয়া পাখি। আশরাফ হোসেন খান তার প্রতীক চশমা। কৃষ্ণ দেব তার প্রতীক টিউবওয়েল। তাফাজ্জুল হক তার প্রতীক বই।
ইতিমধ্যে প্রার্থীগণ নিজেদের জন্য বরাদ্দকৃত প্রতীক পেয়ে পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যাস্ত হয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন।
বানিয়াচংয়ের হাওর অধ্যূষিত ১৫ টি ইউনিয়নে যদিও অধিকাংশ মানুষ বৈশাখ মাসের কৃষি কাজ নিয়ে ব্যাস্ত রয়েছেন।
তবুও প্রার্থীরা ভোটারদের মনোনিবেশের জন্য বিভিন্ন ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।