নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার ২৭ এপ্রিল বিকেলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভাদেশ্বর ইউনিয়নের কান্দিগাঁও নামক স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলার হাফিজপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ তোফায়েল আহমেদ সুজাত (১৯)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন(২০১০) এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাহুবল মডেল থানার এস আই এখলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী।