জামাল হোসেন লিটন :
হবিগঞ্জের চুনারুঘাটে বোরো ধান কাটার সময় হয়ে গেছে। কিন্তু চলমান তাপদাহের এই পরিস্থতিতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ফলে জমির ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।
বুধবার (২ মে ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিপ্তরের সামনে কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার , উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাহিদুল ইসলাম সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ মেশিন দিয়ে ধান কাটা,ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরার কাজও করা যাবে।সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।