ডেস্ক : সিলেট এমএজি ওসমানী হাসপাতালে একসঙ্গে ছয় শিশু সন্তানের জন্ম দিয়েছেন এক মা। হাসনা বেগম নামক ওই নারী সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের বাসিন্দা। তার স্বামীর নাম কামাল হোসেন। জন্ম নেওয়া শিশুদের মধ্যে চারটি মেয়ে সন্তান ও দুটি ছেলে সন্তান রয়েছে।
মঙ্গলবার দুপুরে ওসমানী হাসপাতালে তিনি এই ছয় শিশু সন্তানদের জন্ম দেন।
সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম এ হাই জানান, ছয়টি শিশুই সুস্থ রয়েছে। অস্ত্রোপচার ছাড়াই তাদের জন্ম হয়েছে।