হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধিঃ
কর্মের স্বীকৃতি পেলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন ও উপ-পরিদর্শক মমিনুল ইসলাম। সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ পরিদর্শক (অফিসার ইনচার্জ) ওসি হিসেবে মনোনীত হয়ে পুরস্কার গ্রহণ করেছেন।
এছাড়া চতুর্থ বারের মতো রেঞ্জে শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পুরস্কার পেলেন মাধবপুর থানার (এসআই) মমিনুল ইসলাম। মঙ্গলবার সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্য্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান পিপিএম (ডিআইজি) মাধবপুর থানার দুই দক্ষ ও সাহসী কর্মকর্তার হাতে এ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
মোল্লা মনির হোসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই মমিনুল যোগদানের পর থেকে মাধবপুর থানায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশী অভিযান, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়।
সভায় হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র সহ সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট জেলার পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।