
সাজিদুর রহমান, বাহুবল :
হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন তুচ্ছ ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
২১ মে মঙ্গলবার ষষ্ঠ ধাপের দ্বিতীয় পর্যায়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বাহুবলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুনরা জয়ী হয়েছেন।
বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাওলানা আনোয়ার হোসেন সালেহী। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ১৮ হাজার ৬৮২ ভোট। তার কাছে ধরাশায়ী হয়েছেন ৫ আওয়ামী লীগ নেতা।
এতে নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই টেলিফোন প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৮৪ ভোট। জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজন চৌধুরী কাপ পিরিচ প্রতীকে ১২ হাজার ৮৯ ভোট, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির চৌধুরী কৈ মাছ প্রতীকে ৭ হাজার ৩৭৩ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান আনারস প্রতীকে ৫ হাজার ৮৪ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আলী মিয়া মোটরসাইকেল প্রতীকে ৪৭৩ ভোট এবং বর্তমান উপজেলা চেযারম্যান সৈয়দ খলিলুর রহমান ঘোড়া ২৬৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম। তিনি পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক মিয়া পালকী প্রতীকে পেয়েছেন ১১ হাজার ২৫ ভোট। অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ নবী হোসেন মোড়ল ৮ হাজার ৭৭১ ভোট, মোঃ শামীনুর রহমান ৫ হাজার ৭০৮ ভোট, মোঃ সোহেল আহমেদ ৩ হাজার ৯১০ ভোট, শশাংক রঞ্জন দাশ ৩ হাজার ৫১৮ ভোট, সিরাজুল ইসলাম ৩ হাজার ১৯৩ ভোট এবং মোহাম্মদ আব্দুল মালেক মাদানী ২ হাজার ১৯৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ১৫ হাজার ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমুন্নাহার রিতা। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী হাসিনা আক্তার শিপা হাস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯৫৬ ভোট এবং সালেহা বেগম চৌধুরী পদ্মফুল প্রতীকে পান ১১ হাজার ৪৫৫ ভোট, আলফা বেগম বৈদ্যুতিক পাকা প্রতীকে ৮ হাজার ২০১ ভোট ও নিছফা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৬৯ ভোট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj