দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : ঘরে-ঘরে, জনে-জনে আনন্দ ও খুশির বার্তা বয়ে এনেছে ঈদ–উল–ফিতর। প্রতিবছরের মতো আবারও এসেছে ঈদ–উল–ফিতর– মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ-উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে এই খুশির উপলক্ষটি। দিনটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ধনী-গরিব নির্বিশেষে সকলকে এক কাতারে শামিল করার চেতনায় উজ্জীবিত করে; কল্যাণের পথে ত্যাগ ও তিতিক্ষার মূলমন্ত্রে দীক্ষিত করে।
রোজার কঠোর অনুশীলন ব্যক্তিগত আত্মশুদ্ধি এবং গরিব-দুঃখী অনাহারীদের কষ্ট অনুভবের প্রেরণা দেয়। এ সময় গরিব-দুস্থদের ঈদের আনন্দে শরিক করার জন্য রয়েছে ফিতরা ও যাকাতের ব্যবস্থা; যা বিত্তবান প্রতিটি মুসলমানের জন্য অবশ্যই প্রদেয়। ধনী-দরিদ্র সবাই এদিন আনন্দে মেতে ওঠে।
ঈদ–উল–ফিতরের মূল তাৎপর্য বিভেদমুক্ত জীবনের উপলব্ধি। ভুল-ভ্রান্তি, পাপ-পঙ্কিলতা মানুষের জীবনে কমবেশি আসে ইচ্ছায়-অনিচ্ছায়। কিন্তু পরম করুণাময় মহান আল্লাহ্ চান মানুষ পাপ ও বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে সৎপথে ফিরে আসুক। সম্প্রীতির আনন্দধারায় সিক্ত হয়ে উন্নত জীবন লাভ করুক। ঈদ–উল–ফিতর মানুষকে এই শিক্ষা দেয়।
ঈদ–উল–ফিতর উদযাপনের মধ্য দিয়ে বিশ্ব সকল প্রকার হিংসা, হানাহানিমুক্ত হোক। সন্ত্রাসের বিভীষিকা দূর হোক। ‘দৈনিক শায়েস্তাগঞ্জ’র পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে,
সাখাওয়াত হোসেন টিটু
সম্পাদক ও প্রকাশক
দৈনিক শায়েস্তাগঞ্জ