চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে সোমবার সন্ধ্যায় সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইমান আলী, ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার দুলাল, চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ইউ/পি সদস্য এস এম সুলতান খান, সাংবাদিক কল্যাণ সংস্থার দপ্তর সম্পাদক আব্দুল হাই প্রিন্স, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সাংবাদিক নোমান মিয়া, জিলানী আখঞ্জি, মাসুদুল আলম মাসুদ,জসিম মিয়া,মীর ফজলুর রহমান প্রমুখ।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী আতাউর রহমান আশেকী।