চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি :সামিউল আলম রাজনের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে চুনারুঘাটে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন।
বৃহস্পতিবার বেলা ১২টায় চুনারুঘাট মধ্যবাজারে মানবন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে চুনারুঘাটের সামাজিক ও সাস্কৃতিক সংগঠন সাহিত্য সংস্কৃতিক পরিষদ, পদক্ষেপ গনপাঠাগার, ধ্রুপদি পরিবার ও ধামালি চুনারুঘাটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিদুৎ পাল, পদক্ষেপ গনপাঠাগার সভাপতি মাজারুল ইসলাম রুবেল, ধামালি চুনারুঘাটের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ, ধ্রুপদি পরিবারের আব্দুল হাদী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, এস এম সুলতান খান, ফারুক মাহমুদ, খন্দকার আলাউদ্দিন, মোস্তাফিজুর রহমান রিপন, রুমন ফরাজী, কাউসার খসরু, আঃ মতিন, হুমায়ন কবির মিলন, শেখ দেলোয়ার প্রমুখ।
সভায় বক্তারা শিশু রাজনকে নির্মমভাবে পিঠিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।