এস এইচ টিটু :
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই( বাসস্ট্যান্ড)ও পূরাসুন্দা সড়ক এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার(১১ জুলাই)বিকাল সাড়ে চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পূরাসুন্দা সড়ক এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে কাঁঠাল বুঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক শিপু মিয়া (৪৫) নিহত হয়েছেন।নিহত শিপু মিয়া বানিয়াচং উপজেলার বাসিন্দা। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
খবর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,একজন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলে চালক শিপু মিয়া মারা যান।
এ ঘটনা আরো একজন আহত হয়েছেন,গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।