বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলের মিরপুর -শ্রীমঙ্গল সড়কের কামাইছড়ায় রাস্তায় গাছ ফেলে প্রায় অর্ধশত যানবাহনে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
১০/১২ জনের একদল কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ৫শ মিটার দুরে রাবার বাগানের কাছে গাছ কেটে রাস্তায় ব্যরিকেড দিয়ে যানবাহনে লুটতরাজ চালায়। এ সময় সশস্ত্র ডাকাতরা বাস-ট্রাক, সিএনজি অটোরিকশার যাত্রীদেরকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সেট সহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়।
শনিবার রাত ১০ টা থেকে সাড়ে ১০ পর্যন্ত উল্লেখিত সড়কে ডাকাতদের তান্ডব চললেও টহল পুলিশের দেখা পাননি ডাকাতির শিকার গাড়ি চালক ও যাত্রীরা। ডাকাতিকালে উভয় দিকে শতাধিক যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন কামাইছড়া পাহাড়ের ভিতর রাবার বাগানের কাছে লসনা হাইওয়ে পুলিশের চেকপোস্ট থাকলেও ওইদিন এখানে কোন পুলিশ ছিল না। এমনকি কামাইছড়া পুলিশ ফাঁড়ি টহল দলও ছিল না এখানে। এব্যাপারে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ জানান, ডাকাতদের ধরতে ঘটনার পর হতেই অভিযান চলছে।
এদিকে চুনারুঘাট উপজেলার দারাগাও গ্রামের খায়ের মিয়া নামের এক যুবককে রাতেই গ্রেফতার করা প্রসঙ্গে এসআই সোহেল বলেন, তাকে সন্দেহ মূলে আটক করা হয়েছে। তার পিতার নাম নানু মিয়া।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj