বাহার উদ্দিন :
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ; প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস -২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার(৩০ সেপ্টেম্বর)দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোতিতুল ইসলাম এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের প্রকৌশলী মাহবুব হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোহাদ্দেস, পজীব কর্মকর্তা একেএম শাহেদ, মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা সোহানা রহমান লিজা, কিশোর কিশোরী ক্লাবের সদস্য জুঁই রানী দেব।
সভায় বক্তাগন বলেন সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাদের সমান দৃষ্টিতে দেখতে হবে।কন্যা শিশুদের প্রতি সকল বৈষম্য দূরীভূত করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। তাদের কে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই।