নবীগঞ্জ প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় যথাযথ ভাবগাম্ভ্ীর্য্যরে মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলায় ও হিন্দু ধর্মের অন্যতম উৎসব জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব গত শনিবার বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল সকালে গোবিন্দ প্রতিকৃতিসহ বাজার প্রদক্ষিন, দুপুরে রথ টান, বিকালে প্রসাদ বিতরন। সকাল থেকেই সনাতন ধর্ম্বাবলর্ম্বী লোকজন স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় সমবেত হন। দুপুর ২ টায় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে সহস্রাধিক ভক্তবৃন্দ রথ টেনে পশ্চিম বাজার এনে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় গিয়ে শেষ হয়। বাজারের দুপাশের বাসা-বাড়ীর সহস্রাধিক ভক্তবৃন্দ রথ টানার দৃশ্য উপভোগ করেন। গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুনিয় করের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নারায়ন রায়ের পরিচালনায় রথযাত্রা উৎসবের উদ্ধোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র শাহ রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম সালাম, সাধারন সম্পাদক সরওয়ার শিকদার । অনুষ্টান মালায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, সাধারন সম্পাদক কালী পদ ভট্টাচার্য্য, রথযাত্রা উৎসব কমিটির আহবায়ক মন্টু লাল আর্চায্য,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অশোক তরু দাস, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল,অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপস, সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায়, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, মৃদুল কান্তি রায়, শংকর দেব, চারু চন্দ্র দেব, আখড়া কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বিধান ধর, কোষাধ্যক্ষ প্রনব চন্দ্র দেব,নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, অঞ্জন পুকায়াস্থ, পবিত্র বনিক, নিখিল পাল, রশময় শীল, পান্না লাল ভট্টাচার্য্য, রান্টু লাল চক্রবর্তী, অমলেন্দু সুত্রধর, দিপক পাল, কাঞ্চন বনিক, সুজিত বনিক, বিপুল চক্রবর্তী, অসীম বনিক, লিপ্টু তালুকদার প্রমূখ। অনুষ্ঠান শেষে এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসমলাম চৌধুরীসহ অতিথিবৃন্দ আগামীতে নবীগঞ্জে একটি অত্যাধুনিক রথ বিনির্মানে আর্থিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।