নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: তুচ্ছ ঘটনাকে পুঁজি করে হবিগঞ্জে প্রায়ই দাঙ্গা সৃষ্টি হয়। আহত হন অনেক মানুষ। প্রাণহানির ঘটনাও ঘটে। দাঙ্গা থামাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো লাভ হয়নি। তবে এবার নেওয়া হলো ভিন্ন পথ।
ইফতেখার আহমেদ ফাগুন নির্মাণ করেছেন ‘দর্পচূর্ণ’ নামের একটি ছবি। স্থানীয় দাঙ্গাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এটি। এতে তুলে ধরা হয়েছে সহিংসতার কুফল। ফাগুনের বিশ্বাস, ছবিটি দেখে সচেতনতা বাড়বে। বন্ধ হবে সহিংসতা।
সোমবার সন্ধ্যা ৭টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে ‘দর্পচূর্ণ’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে হবিগঞ্জের দাঙ্গাপ্রবণ এলাকাগুলোতে ছবিটি দেখানো হয়।
নির্মাণ থেকে শুরু করে প্রদর্শন- সবকিছুতে সহায়তা করছেন জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। ২ ঘণ্টা ব্যাপ্তির এ ছবিতে অভিনয় করেছেন দীবাকর দিব্য, সাইফুদ্দিন জাভেদ, বিশ্বজিৎ রায়, অর্পিতা সৃষ্টি, ভাবনা প্রমুখ।
সিনেমায় করাঙ্গী নিউজ মিডিয়া পার্টনার হিসাবে দায়িত্ব পালন করছে।