সৈয়দ সালিক, হবিগঞ্জ প্রতিনিধি :
ঈদের ছুটিতেও হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু সেবা কার্যক্রম অব্যাহত ছিল। জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেসহ সকল সেবা কেন্দ্র খোলা ছিল। প্রায় ১ সপ্তাহ সরকারী ঈদের ছুটি চলাকালীন সময়ে স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী সেবা, নিরাপদ প্রসব, পরিবার পরিকল্পনা সেবাসহ বিভিন্ন ধরণের সেবা প্রদান করা হয়েছে। আর এতে করে দূর্গম হাওর অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী মাঝে আশার আলো সঞ্চার হয়েছে।
তারা বলছেন- ঈদের দীর্ঘ ছুটিতে হাতে কাছে এসব সেবা পাওয়াতে আমরা খুবই খুশি। সেবাদানকারী নিজেরা ঈদের ছুটি ভোগ না করে আমাদেরকে সেবা দিয়েছেন। আর পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঈদের বন্ধেও সেবা কার্যক্রম চলমান রাখা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকালে জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ঈদের বন্ধের ১ সপ্তাহে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন সেবাদান কেন্দ্র মিলে মোট ১৭৬ জনকে স্বাভাবিক প্রসব সেবা, ২১২ জনকে গর্ভকালীন সেবা, ৩০১ প্রসব পরবর্তী সেবা এবং ৫৬জনকে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবাসহ অন্যান্য সেবা প্রদান করা হয়েছে।
জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ আকলিমা তাহেরী কলি জানান, আমাদের এই সেবা কেন্দ্রে ২৪ ঘন্টা ডেলিভারি ও অন্যান্য সেবা চলমান ছিল।
এবিষয়ে উপ-পরিচালক একেএম সেলিম ভুইয়া বলেন, ঈদের ছুটিতে কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদের সকল সেবা কেন্দ্রে কর্মীরা অবস্থান করে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও সকলের আন্তরিক প্রচেষ্টায় এমন সেবা প্রদান করা সম্ভব হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj