এস এইচ টিটু,সৌদিআরব থেকে : বিশালাকায় একটি ঘড়ি বানিয়েছে সৌদি আরব, যেটি আকারে ছাড়িয়ে যাচ্ছে লন্ডনের বিগ বেনকেও৷ ঘড়িটি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে৷ সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বিগ বেনের মতোই চারদিকে মুখ থাকবে এই ঘড়ির৷ মক্কায় ৬০০ মিটার টাওয়ারের উপর দিকের অংশে এটি স্থাপনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে৷ এই টাওয়ার বিগ বেনের চেয়ে ছয়গুণ উঁচু৷ ঘড়িটি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে৷ আর এই ঘড়ি আর টাওয়ারের নকশা করছেন জার্মানি ও সুইজারল্যান্ডের স্থপতিরা৷ নির্মাণের কাজটি করছে সৌদি আরবের বিন লাদেন কন্সট্রাকশান গ্রুপ৷
মক্কার ঘড়িটির চার মুখের দুটি দৈর্ঘ্য ও প্রস্থে ৪৩ মিটার করে, আর অন্য দুটির দৈর্ঘ্য একই থাকলেও প্রস্থ কিছুটা কম৷ রাতের বেলা ঘড়িটি জ্বলবে সবুজ আলোয়৷ আর ঘড়ির ওপরে আল্লাহ'র নাম থাকছে৷
এই টাওয়ারের নাম ঠিক হয়েছে ‘বুর্জ সাত মক্কা আল মালকি'৷ সুউচ্চ ওই টাওয়ারে ওঠার সুযোগও থাকছে পর্যটকদের জন্য৷ ব্যালকনি থাকছে ঘড়ির ঠিক নিচেই৷ যেখান থেকে দেখা যাবে পুরো মক্কা শহর৷ আর সেখানে ওঠার জন্য থাকছে লিফট৷
শুধু ঘড়ির জন্যই নয়, আরো বিশেষত্ব রয়েছে এই টাওয়ারটির৷ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার টাওয়ারের স্বীকৃতি পেতে চলছে এটি৷ এটি ৬০১ মিটার উঁচু৷ এর চেয়ে উঁচু টাওয়ার এখন শুধু আছে দুবাইয়ের বুর্জ খলিফা৷ যার উচ্চতা ৮২৮ মিটার৷
এই ঘড়ি সম্বলিত টাওয়ারটি আবরাজ আল বাইত হোটেল কমপ্লেক্সের অংশ৷ কমপ্লেক্সে মোট ছয়টি টাওয়ার রয়েছে, যার মধ্যে সবচেয়ে উঁচু হলো ‘বুর্জ সাত মক্কা আল মালকি'৷ মক্কা শরিফকে পবিত্র নগরী গণ্য করে বিশ্বের মুসলমানরা৷ তাই ঘড়িটি এই নগরীতে নির্মাণের পরিকল্পনা করা হয়৷
লন্ডনের বিগ বেন চালু হয়েছিলো ১৮৫৯ সালে৷ ১৫০ বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ির স্বীকৃতি নিয়ে ছিলো এটি৷ এখন মক্কার ঘড়িটিকে শীর্ষ আসন ছেড়ে দিতে হচ্ছে বিগ বেনকে৷
মক্কাবাসী এই ঘড়ি নিয়ে বেশ খুশি৷ তারা একইসঙ্গে ভাবছে, সময় আসছে যখন গ্রিনিচ মান সময় নয়, মক্কার এই ঘড়ি দেখেই সময় ঠিক করবে মুসলিম বিশ্ব৷
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj