হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি ঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বরগ গ্রামে পুকুর নিয়ে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষ সহ ২৫ জন আহত হয়েছেন। বৃহষ্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মোশারফ (২৬), সোহাগ(৩১), শিপন (২২), সেলিম (৪৫), গিয়াস (১৮), বাবুল (৪০), এমরান (২৬), আব্বাস (৬০), লিটন (৩০), গোলাপ খাঁ (৫০), রইছ আলী (৬০), বশির মিয়া (৩০), আব্দুল খালেক (৫০), শানু (৪০), সালেহা (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুল্লা ইউনিয়নের বরগ গ্রামে ইউপি সদস্য মহিউদ্দিন মদিন ও আব্দুল মালেকের মধ্যে একটি পুকুর নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে ১৫ দনি আগেও সংঘর্ষ হয়। এর জের ধরে বৃহষ্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২৫জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।