হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে বিভিন্ন স্পটে আবারো মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। চিহ্নিত মাদক সম্রাটরা কারাগারে যাবার পর নবাগত মাদক ব্যবসায়ীরা এসব মাদক ব্যবসা জমিয়ে তোলেছে। মাদক ব্যবসায়ীরা কৌশল পাল্টিয়ে নৌপথসহ সিএনজি চালকদের মাধ্যমে মাদক পাচার করছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মৃত মইন উদ্দিনের পুত্র সিএনজি চালক নুর উদ্দিন নুরা (৩৫) কে ২০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
এসময় একই এলাকার ছিচকে মাদক বিক্রেতা জনাব আলী (৪০) কে পুলিশ ধাওয়া করলে লুঙ্গি খোলে পালিয়ে যায়।
সম্প্রতি রমজান ও ঈদ উপলক্ষ্যে প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রেতাদের গ্রেফতার করে কারাগারে পাঠায়।
এদের মধ্যে শহরের ২নং পুল এলাকার তাহির মিয়া, জলিল মিয়া, আলী হোসেন, সৈয়দ আলী ও শায়েস্তাগঞ্জের আলোচিত বস্তার বাড়ির আব্দাল (২), কারাগারে যাবার পর কতিপয় ব্যক্তি মাথা চড়া দিয়ে উঠেছে। তারা কতিপয় সিএনজি চালকদের ব্যবহার করে মাদকসেবীদের নিকট মাদক সরবরাহ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদকসেবীরা এখন আর স্পটে যাচ্ছে না, মাদক বিক্রেতারাই ক্রেতাদের নিকট ফোনের মাধ্যমে সরবরাহ করছে। নতুন এ কৌশল অবলম্বন করায় বিক্রেতারা ধরা ছোয়ার বাইরে রয়ে যায়।