ডেস্ক: বাংলাদেশি সিনেমায় বলিউডি তারকা আনুশকা। শুনে অবাক হয়ে গেলেন না অবিশ্বাস্য লাগছে! সে যাই হোক, হওয়াটাই তো স্বাভাবিক।
চলচ্চিত্র নির্মাতা রকিবুল ইসলাম রকিবের ‘প্রেম করবো তোমার সঙ্গে’ ছবিতে একটি আইটেম গানে থাকবেন বলিউড তারকা অভিনেত্রী আনুশকা শর্মা।
জানা গেছে, আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর মুম্বাই অথবা ব্যাংককে গানটির শুটিং হবে।
‘দেহেরই ভিতরে উছলে পড়ে টান..চুমুকে চুমুকে করে নে পান’-এ আমন্ত্রণ বলিউড চিত্রনায়িকা আনুশকার। আর এই আমন্ত্রণ অন্য কাউকে নয়, বাংলাদেশি চিত্রনায়ক জায়েদ খানকে উদ্দেশ্য করে।
গানটির কথা লিখেছেন জাহিদ আকবর এবং সুর ও সংগীত পরিচালনা করছেন তানভীর তারেক। গানটিতে কণ্ঠ দিচ্ছেন ডলি সায়ন্তনী ও রাশেদ। গত ১৫ জানুয়ারি ছবির শুটিং শুরু হয়।
চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘এটা আমাদের দেশের ছবির জন্য একটা বড় চমক। আমরা আশা করছি, একটি ভালো মানের আইটেম গান সবাইকে উপহার দিতে পারবো।
মূলত ছবিটির প্রযোজক আমেরিকায় থাকার সুবাদে তার সঙ্গে বলিউডের অনেকের সঙ্গে যোগাযোগ আছে। তিনি আনুশকার সঙ্গে যোগাযোগ করলে রাজি হয়ে যান আনুশকা।’