নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জ পৌর শহরে গতকাল বুধবার দুপুরে ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পারিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ শহরে ওসমানী রোডস্থ চৌরাস্তায় অবৈধ দোকান মালিকদের রাস্তা পরিস্কার করার নির্দেশ দিলে তারা স্ব স্ব উদ্যোগে তাদের অবৈধ স্থাপনা সড়িয়ে নেন।
শহরের ব্যস্থতম সড়ক ওসমানী রোডে যানজট নিরসনের লক্ষ্যে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দোকান মালিকরা আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করায় নির্বাহী অফিসার তাদেরকে ধন্যবাদ জানান।
অভিযান চলাকালে অন্যানের মধ্যে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, পৌর সভার প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ, প্রেস ক্লাব সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান তছনু, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমূখ।
এছাড়া শাহজালাল হোটেলসহ আশপাশের ব্যবসায়ীদেরকে ৩ দিনের মধ্যে অবৈধ দখল ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।