চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুল গণি ওরফে সোনা মিয়া এক কৃষক তার গাভীটি ৩টি বাচ্চা দিয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সোনা মিয়ার গাভীটি হঠাৎ করে বেদনা দেখা দিলে সে দ্রুতগতিতে চুনারুঘাট উপজেলা পশু হাসপাতালে চিকিৎসককে নিয়ে বাড়ীতে আসার সাথে সাথে দেখা যায় ২টি বাচ্চা হওয়ার পরে আরও অধা ঘণ্টার পর আরেকটি বাচ্চা প্রসব করে। মোট ৩টি বাচ্চা গাভীটি দিয়েছে।
গাভীটির বাচ্চাগুলো দেখিতে দূর দূরান্ত থেকে শত শত মানুষ সোনা মিয়ার বাড়ীতে ভির জমাচ্ছে।সাংবাদিক ফারুক মিয়ার মামার বাড়ীতে।
গাভীর বাচ্চাটি ঘটনাটি শুনে সাংবাদিক ভাইয়েরা দেখে বলেন হবিগঞ্জে এই প্রথম ১টি গাভী ৩টি বাচ্চা দিয়েছে। এ নিয়ে এলাকায় সমালোচনা চলতে থাকে।