সৌদিআরব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়াবাদীদল সৌদিআরব মক্কা প্রাদেশীক বিএনপির উপদেষ্টা হাজী মো:ইসহাক ও মক্কা যুবলের প্রতিষ্টাতা সভাপতি মক্কা বিএনপির সাবেক সহসভাপতি কাজী মো:শাহ আলম এবংমক্কা বিএনপির সদ্যস সৈয়দ নুর এর মৃতুতে মক্কা প্রাদেশীক বিএনপি আয়োজিত এক আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথির বক্ত্যবে সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব বলেন শোক কে শক্তিতে পরিনত করে প্রবাসে সরকার বিরুধী আন্দোলনে সবাই কে ঝাপিয়ে পড়তে হবে।দেশের জনগণের মৌলিক অধিকার ভোটাধিকারকে পাশ কাটিয়ে বিনাভোটে নির্বাচিত শেখ হাসিনা সরকার অবৈধভাবে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মুকিব বলেন, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া ও তার নের্তৃত্বে জাতীয়তাবাদী শক্তি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন; তখন নিরস্ত্র নেতাকর্মীর উপর দেশের একটি বিশেষ অঞ্চলের সরকারি বাহিনী কর্তৃক নিরীহ নেতাকর্মীদের হত্যা, গুম ও পঙ্গু করা হচ্ছে।
মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি মাওলানা রফিক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদিআরব বিএনপির সাংগটনিক সম্পাদক মনিরুজ্জামান তফন মক্কা প্রাদেশিক বিএনপির উপদেষ্টা জনাব খন্দকার হেলাল সিআইপি,সিনিয়র উপদেষ্টা জহিরুল হক।