বিশ্বনাথ প্রতিনিধি : যাত্রা শুরু করেছে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ। রবিবার বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালাস্থ গ্রামে কলেজের একাদশ শ্রেণির ক্লাস শুরুর মাধ্যমে যাত্রা শুরু হল কলেজের। একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন পূর্বে উদ্বোধনী অনুষ্ঠান বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল রবানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। তাঁও বক্তব্যে বলেছেন, প্রত্যেক মানুষ ভাল না হলে সমাজ ভাল হবে না। সমাজ পরিবর্তনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, এমনভাবে পড়ালেখা করতে যাতে অন্যজন অনুকরণ করে। পথ দেখিয়ে যাও অবশ্য স্বপ্ন বাস্তবায়ন হবে। প্রকৃত শিক্ষা না হলে লাভ হবেনা। তিনি বলেন, ফাউন্ডেশন ভাল হলে ভবিষ্যৎ ভাল হয়। তাই ফাউন্ডেশন শক্তিশালী হতে হবে।
দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোতাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) সোলায়মান হোসেন, বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, রাগীব-বাবেয়া ডিগ্রী কলেজের অধ্যাপক খালেদ উদ-দীন, প্রভাষক নাজমুল হক, দক্ষিণ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী জহুরা আক্তার নাদিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক ঝুমারা জান্নাত, আনিছুর রহমান, সুরাইয়া আক্তার মনি, শিক্ষানুরাগী মো. মধু মিয়া, আব্দুল তাহিদ, তফজ্জুল আলী, সাদউদ্দিন আহমদ, রিয়ান আলী, মুক্তার আলী, হাবিবুর রহমান ছুনু, ক্বারী দেওয়ান আলী, মো. মফিক মিয়া, ফারুক মিয়া, নূর আলী, মকবুল আলী, আব্দুল খালিক, আকিক মিয়া, জুনেদ আহমদ, তাজুদ মিয়া, মনির আলী, ফজলুর রহমান, শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, রকিব আলী, আবুল আফসার দিহান যুক্তরাজ্য প্রবাসী মৌলদ মিয়া, তারেক আহমদ প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj