নিজস্ব প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ১৯টি যানবাহনকে ২১ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমান শায়েস্তাগঞ্জ থানার সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস না থাকায় এবং নিষিদ্ধ ঘোষণার পরও মহসড়কে সিএনজি-অটোরিক্সা চলাচল করায় ১৯টি যানবাহনকে জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ হবিগঞ্জ সার্কেলে’র সহকারি পরিচালক হাবিবুর রহমান, শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম।