নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
২৪ ঘন্টা অতিবাহিত হলেও আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত লাশ খোঁজে পায়নি নিখোঁজের স্বজনরা।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের বদলপুর গ্রামের মৃত-আব্দুল করিম মিয়ার পুত্র রাজা মিয়া (৬৫) গত মঙ্গলবার বিকাল ৪ টায় এলাকার বদলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কের বেইলী ব্রীজের অদূরে কালনী নদীতে গোসল করতে যান। এসময় তিনি স্রোতের তোড়ে নদীর অতল গর্ভে তলিয়ে যান। তার স্বজনরা ওই দিনসহ আজ বৃহস্পতিবার পর্যন্ত বানিয়াচংয়ের মুরাদপুর, আজমিরীগঞ্জের শিবপাশা ও বিরাটের হাওরের বিভিন্ন স্থানে খোঁজ করেও লাশের সন্ধান করতে পারেনি।