আজ বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদের ১৯তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৯৬ সালের ৬ আগস্ট মৃত্যুবরণ করেন। সহজ-সরল ও সৎ জীবন যাপনে তিনি সকলের কাছে আজও একজন আদর্শ ব্যক্তি হিসেবে অনুকরণীয়। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠন ও মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল শুক্রবার যাত্রাপাশা আসকর উল্লাহ জামে মসজিদে কুরআন খতম ও বাদ জুম্মা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।