লাখাই (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে রাস্তার জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের ছোরাব মিয়া ও তজমুল মিয়ার মধ্যে রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ছোরাব মিয়া, নাসরিন আক্তার এবং গুরুতর অবস্থায় আছকির মিয়া, আশিকুর, মানিক ও শাহ আলমকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, তুচ্ছ বিষয় নিয়ে ওই ঘটনা ঘটে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।