নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশ ফজলুর রহমান সংক্ষিপ্ত সফরে ইংল্যান্ড যাচ্ছেন।
আজ বুধবার সকাল সোয়া ১০ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ্যামিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করবেন।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ড. মোহাম্মদ শাহ নেওয়াজ এর আমন্ত্রণে তিনি ইংল্যান্ড যাচ্ছেন।
সে দেশে অবস্থানকালে ফজলুর রহমান আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিতব্য লন্ডনস্থ হবিগঞ্জ সোসাইটি, ইউকে’র উদ্যোগে আয়োজিত মিলন মেলায় অংশগ্রহণ করবেন।
এছাড়া তিনি বাংলাদেশী বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত এবং বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
সময় স্বল্পতার কারণে বন্ধুবান্ধবসহ আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে সুস্থ শরীরে দেশে ফিরে আসার জন্য তিনি সকলের দোয় কামনা করেছেন।