বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ ২০ বোতল ভারতীয় অফির্সাস চয়েজ মদসহ মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ (৫২) কে গ্রেফতার করেছে। সে উপজেলার মদনপুর কুমারপাড়া গ্রামের মৃত আলতাবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার ভোর বেলায় তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মাদক দ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ মদসহ সিরাজকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সিলেট অঞ্চলের কুখ্যাত মাদক স¤্রাট। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও এলাকায় মাদক স¤্রাট হিসেবে সুপরিচিত।
সে ও তার কর্তৃক নিয়োগকৃত লোকজনের মাধ্যমে দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের ব্যবসায় পরিচালনা করে আসছে বলে তিনি জানান।