চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ
হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় এক দিন মজুরের স্ত্রী ও মেয়ে আহত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের নোয়াবাদ গ্রামের দিন মজুর আব্দুল হান্নান এর স্ত্রী ফাতেমা খাতুন ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে আঃ নূরের মধ্যে সৌরবিদ্যুতের লাইন টানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আঃ নূর গংরা ফাতেমা খাতুন (২৭) ও তার কোলে থাকা ৯ মাসের শিশু কন্যা মারজানকে মারধর করে। আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।