হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জ শহরের ইনতাবাদ গ্রামের পূর্ব বিরোধের জের ধরে দু’দল লোকের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৫ জন আহত হয়েছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত সামসু মিয়ার পুত্র চনু মিয়ার সাথে একই এলাকার রুবেল ও সাজন মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে ওই সময় রুবেল, সাজন ও আলমগীরসহ একদল লোক চনু মিয়ার সাথে বাকবিতন্ডায় জড়ায়।
এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহতাবস্থায় চনু মিয়া (৩০), তার স্ত্রী সুজানা আক্তার (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।