বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে চুরি হওয়ার ৮দিন পর পুকুর থেকে চোরাই গরুর চামড়া ভেসে উঠা অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী।
জানা যায়, বাহুবল উপজেলার হরিতলা গ্রামের দরছ মিয়ার পুত্র আব্দুল কদ্দুছ তার একটি ষাড় উপজেলার ফয়জাবাদ আস্রয়ন প্রকল্পের মাওলানা আকরাম উল্লাহর কাছে বর্গা হিসেবে দিয়ে আসেন। এর পর আকরাম উল্লাহর হেফাজতে থাকা অবস্থায় আব্দুল কদ্দুছের গরুটি চুরি হয়ে যায়। এর সন্ধানে বিভিন্ন স্থানে হন্যে হয়ে খোজতে থাকে আকরাম উল্লাহ ও তার লোকজন।
এক পর্যায়ে শুক্রবার বিকেল ৪টার দিকে পঁচা গন্ধ ও তাজুল ইসলাম নামে এক ব্যক্তির পুকুরে চোরাই যাওয়া গরুর চামড়া ভেসে উঠে। এ খবরে এলাকায় দর্সকদের উপচেপড়া ভিড় জমে উঠে।
এ ব্যাপারে গরু ক্রয় কর ব্যক্তি বাদসা মিয়া জানিয়েছে; হরিতলা গ্রামের সাইদুল ইসলাম; তাজুল ইসলাম, মৌড়ি গ্রামের সেলিম, হরিতলা গ্রামের কামাল, ফয়জাবাদ আস্রয়ন প্রকল্পের রহমত আলী সহ কয়েকজন লোকের নিকট থেকে সে গরুটি ক্রয় করেছে।
এখবর এলাকায় ছড়িয়ে পড়লে জড়িতরা এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়ে মাওলানা আকরাম উল্লা ও তার সন্তানদের প্রাণে হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে। স্থাণীয় লোকজন জানান; ওই এলাকায় ইদানিং গরু চুরির হিড়িক পড়েছে।