বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহি মিরপুর বাজারে বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তারা মিয়া ও আলিফ সোবহান চৌধুরী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোআ মাহফিল ও শোক র্যালির আয়োজন করা হয়।
শনিবার দুপুরে যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোআ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিরপুর বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী তারা মিয়া।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল জলিল, মিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ছাইফুদ্দিন লিয়াকত, ভাদেশ্বর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলাউর রহমান শাহেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি আজম খান, ফয়সল মিয়া, আ’লীগ নেতা শামসু মিয়া, ছাত্রলীগ নেতা নিয়াজ, জুনাঈদ, আলাউদ্দিন প্রমূখ।
সব শেষে শোক র্যালিটি মিরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।