হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের উমেদ নগর এলাকায় জুয়েল মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সে ওই গ্রামের আব্দুর রউফ এর পুত্র।
রবিবার দুপুরে চায়ের দোকান থেকে কাজ করে বাড়ীতে ফিরে খাওয়া দাওয়া শেষ করে তার রুমে ঘুমিয়ে পড়ে।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন ঘরে তিরের সাথে তার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লোকজন থাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারণে মারা গেছে পরিবারের পক্ষ থেকে কারণ জানাযায়নি।
পুলিশ লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।