শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের অলিপুর প্রাণকোম্পানি এলাকা থেকে পরিস্কার বেগম (৩৫) নামে এক মহিলা মাদক সম্রাজ্ঞীকে মাদকসহ আটক করে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৬ আগষ্ট) রাত ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নজীব আলী ও এসআই শাহ আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় অলিপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মাদক সম্রাজ্ঞী পরিস্কার বেগম (৩৫) কে মাদকসহ আটক করে। সে ওই এলাকার মিরাশী গ্রামের মসাই মিয়ার স্ত্রী। পরে তাকে ৬ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত মহিলা এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছে। অপরদিকে মাদক সেবনের দায়ে আহাদ মিয়া, শিজিল মিয়া ও শান্ত মিয়া কে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন একদল পুলিশ।