বিশ্বনাথ প্রতিনিধি : নুরুল আম্বিয়া। ১৯৯৫ সালে কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস পাস করেন। এরপর বিয়ে করে লন্ডনে চলে যান। লন্ডনে যাওয়ার পূর্বেও সে ছিল কর্মে বিশ্বাসী। মাতৃভুমি বাংলাদেশে থাকতে যেভাবে ছিল কর্মনিয়ে ব্যস্থ বৃটেনে গিয়েও নুরুল আম্বিয়া বদলায়নি। সুযোগ পেলে এটা ওটা করে থাকে। কাজের ফাঁকে নিজেকে আরো কাজ খুঁজে।
এটা তার এক ধরনের নেশা। ওই যুবক লন্ডনে তার বাসার সামনে লেটুস পাতা, লাউসহ বিভিন্ন জাতের সবজ্বি চাষ করেও সফল হয়েছেন।
নুরুল আম্বিয়া ছাড়াও বৃটেনে বাংলাদেশী অনেকই সবজ্বিসহ বিভিন্ন ফলের বাগান রয়েছে।ওই বাগানগুলো খুব শখ করে তারা করেন। আনন্দ পান। শুধু আনন্দ আর শখ নয় টাটকা বেজালমুক্ত সবজ্বি ও খেতে পারেন।
এ ব্যাপারে নুরুল আম্বিয়া বলেন, শখ ছিল বাগান হবে। সেই শখ পুরণ হলো।
সফলতার একটাই কারণ পরিশ্রম। তিনি বলেন, বাগান করে খুব ভাল লেগেছে। যে কেউ উদ্যোগ নিলে বাগান কেন যেকোন কটিন কাজেও সফলতা পাবে।
প্রবাসী অনেকের সঙ্গে আলাপকরে জানাগেছে, অবসর সময়ে বাগানের কাজ করেন। তারা বলেন, লন্ডনের মত দেশে সবার বাড়িতে বাগান করলে অবশ্য সফল হওয়া যাবে। অর্থনৈতিকভাবে লাভসহ টাটকা ও বেজাল মুক্ত সবজ্বি খাওয়া যাবে। এতে খরছ খুব কম হয়। শুধু উদ্যোগ নিলে হয়ে যাবে।