হামিদুর রহমান,মাধবপুর থেকে :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা ও ধর্মঘর সীমান্ত ফাঁিড়র বিজিবি সদস্যরা মঙ্গলবার ভোওে পৃথক দুটি অভিযান চালিয়ে মদ সহ সিএনজি চালিত অটোরিক্সা ও পরিত্যক্ত অবস্থায় একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান,মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর-হরষপুর সড়কের শেউলিয়া ব্রীজ থেকে ১০ বোতল ভারতীয় মদ সহ একটি সিএনজি চালিত অটোরিক্সা (হবিগঞ্জ থ-১১-২০৭৮) আটক করে। পওে সিএনজি অটোরিক্সাটির ভিতর তল্লাশি করে ১ টি লোহা কাঁটার যন্ত্র (কাটা তারের বেড়া কাঁটার যন্ত্র)পাওয়া যায়।
এ সময় চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরও জানান,উদ্ধারকৃত মদ ও সিএনজি অটোরিক্সাটির সরকারী মূল্য নিধারর্ণ করা হয়েছে ৫ লক্ষ ৭২ হাজার টাকা।এ ব্যাপারে সুবেদার হাবিবুর রহমান বাদি হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধেদ্ধে মামলা করেছে। এদিকে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক বিল্লাল মিয়ার নেতৃত্বে একদল বিজিবি সদস্য ধর্মঘর বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে কাস্টমে জমা দিয়েছে।