এস এইচ টিটু,সৌদিআরব থেকে : অনুমোদন বিহীন হজ্জ যাত্রীদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে এক টুইট বার্তায় এ তথ্য দেয়া হয়েছে।
প্রতিবছর সৌদি আরবে অবস্থানরত সৌদি ও বিদেশী নাগরিকগণ অনুমোদন ছাড়া হজ্জে যাবার চেষ্টা করে থাকেন, যা হজ্জ ব্যবস্থাপনায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে প্রাণহাণীর মত বড় দুর্ঘ্টনাও ঘটায়। সুষ্ঠ হজ্জ ব্যবস্থাপনার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে এমন কঠোর নিয়ম আরোপ করা হল।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের টুইট বার্তায় বলা হয় যদি কোন নাগরিক অবৈধ ভাবে প্রবেশের চেষ্টা চালায় তাহলে তাকে ২ মাসের কারাদন্ড সহ ২৫ হাজার রিয়াল জরিমানা করা হবে। এ ছাড়া যদি কেউ ২ বার প্রবেশের চেষ্টা চালায় তাহলে তাকে ৬ মাসের কারাদন্ড সহ ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
অবৈধ হজ্জ যাত্রী বহনও সম্পূর্ণ নিষিদ্ধ। এ ক্ষেত্রে চালক ও পরিবহন সংস্থাকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। এ ক্ষেত্রে পরিবহন বাজেয়াপ্ত, ১ লক্ষ রিয়াল জরিমানা ও সেই সাথে ২ বছরের কারাদন্ডের বিধান রাখা হয়েছে। পরিবহনের চালক ও মালিক যদি বিদেশী হয় সে ক্ষেত্রে তাদেরকে শাস্তি ভোগের পর স্ব স্ব দেশে পাঠিয়ে দেয়া হবে এবং সৌদি আরবে তার প্রবেশ নিষিদ্ধ করা হবে।
সৌদি পাসপোর্ট অধিদপ্তরের মহা পরিচালক সোলায়মান আব্দুল আজীজ আল ইয়াহইয়া বলেন, আমরা আমাদের জনশক্তিকে প্রশিক্ষন দিয়েছি। তারা আধুনিক যন্ত্রপাতি প্রয়োগের মাধ্যমে অবৈধ হজ্জযাত্রী সনাক্ত করতে সক্ষমতা অর্জন করেছে। গত বছর আমরা প্রায় ৪৯ হাজার অবৈধ হজ্জ যাত্রী ফেরত পাঠাতে সক্ষম হয়েছি। এবারও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।