নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের মিনাজপুর নামক স্থানে ঢাকাগামী চুনাপাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববতী খাদে পড়ে চুনব্যবসায়ী ও ট্রাকের মালিক বিমল পাল(৪৫) ট্রাক চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।
নিহত ব্যক্তি সুনামগঞ্জ সদর থানার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের মৃত বিনন্দ রোদ্র পালের পুত্র বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানাযায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টার সময় সিলেট থেকে চুনাপাথর বোঝাই ট্রাক (সিলেট ড-১১-২০৩২) ঢাকা যাবার পথে নবীগঞ্জের মিনাজপুর নামক স্থানে বরাকনদীর ব্রীজের পার্শ্বে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববতী খাদে পড়ে উল্টে গেলে চুনব্যবসায়ী ও ট্রাকের মালিক বিমল পাল(৪৫) ট্রাক চাপায় ঘটনাস্থলেই মর্মান্তিভাবে প্রান হারান।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও পায়ার সার্ভিসের লোকজন এসে পাথরের ট্রাকের নীচ থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী সরকার ঘটনার সত্যতা স্বীকার করেন। লাশ ও ট্রাক থানার জিম্মায় রয়েছে।