প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০১৪, ১০:৪৬ এ.এম
কায়সারের ফাঁসির রায়ে শায়েস্তাগঞ্জের মুক্তিযোদ্ধা সাধারন মানুষের স্বস্তির নিঃশ্বাস
কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : তেতাল্লিশ বছরে অপেক্ষার সমাপ্তি হল। স্বজন হারানো মানুষেরা বিচার পেলেন। বিচার হল এক কুখ্যাত রাজাকার কমান্ডারের। বিচার হল মানুষরূপী যমদূত সৈয়দ মো. কায়সারের। তৃপ্ত না হলেও অসংখ্য শহীদের দুঃখী স্বজনেরা শান্তির নিঃশ্বাস নিতে পারলেন। হবিগঞ্জে আর ব্রাহ্মণবাড়িয়ার এসব দুঃখী স্বজনরা এখন যেন মরেও শান্তি পাবেন। ৭১-এ এদেশেরই কিছু কুলাঙ্গার আপন স্বার্থ চরিতার্থ করতে পাকিস্তানি হায়েনাদের দোসর হয়েছিল।
এদের একজন সৈয়দ কায়সার। ২৯ এপ্রিল ১৯৭১। এ নরপশু হবিগঞ্জের প্রাণকেন্দ্র শায়েস্তাগঞ্জে পাকিস্তানি হায়েনাদের বিকাল ৪টায় সশরীরে বরণ করে নেয়। শুরু করে স্বজাতি নিধন। কিছুক্ষণের মধ্যেই শায়েস্তাগঞ্জ পুরান বাজার-সংলগ্ন রেলগেট থেকে আটক করে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা ডা. সালেহ আহমদ ও হীরেন্দ্র চন্দ্র রায়কে। মোটরকার থেকে নামিয়ে তাকে নিয়ে যাওয়া হয় রেলসেতুর কাছে, তারপর নির্মমভাবে তাকে হত্যা করে পুঁতে রাখে পার্শ্ববর্তী লস্করপুর গ্রামের আওয়ামী পরিবারখ্যাত রমজান আলীর বাড়ির প্রাঙ্গণে।
শায়েস্তাগঞ্জ খাদ্য গুদাম ও পুরান বাজারে রেলব্রিজ এলাকায় আবদুল আজিজ, আবদুল খালেক রেজাউল করিম, আবদুর রহমান, আবদুল আলী, মাজত আলী ও তারা মিয়া চৌধুরীকে আটক করে নির্যাতনের পর হত্যা করে কায়সার বাহিনী। সেই শুরু এরপর হবিগঞ্জে আর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিস্তৃত অঞ্চলে নিজ বাহিনী নিয়ে চলে রাজাকার কমান্ডার কায়সারের বাঙালি নিধনযজ্ঞ। খালি হয়েছে বহু মায়ের বুক। চোখের জলে ভেসেছে বহু পিতা-ভ্রাতা-ভগ্নি। কিন্তু এ নরপশুর হাত একটুও কাঁপেনি। হৃদয়ে জাগেনি একটুও মমতা। মুক্তিকামী মানুষ যখন ভয়ে থরথর কাঁপতো তখন তার মুখে থাকত ক্রুর হাসি। অবশেষে সে নরপশু রাজাকার কমান্ডার কায়সারের ফাঁসির আদেশ হল।
মঙ্গলবার স্বজন হারানো মানুষ, স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী আর মুক্তিযোদ্ধারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বিশেষ করে শায়েস্তাগঞ্জের সাধারণ মানুষ আর মুক্তিযোদ্ধারা। যারা স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন ৭১-এর ২৯ এপ্রিল ওই রাজাকার কমান্ডারের ন্যক্কারজনক কর্মকাণ্ড। দেখেছিলেন ডা. সালেহ আহমদের মৃত্যুদৃশ্য। তারা আজ তৃপ্ত। তারা আজ উচ্ছ্বসিত। অনেকে নফল নামাজ আদায় করেছেন। দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ৮নং সাক্ষী মুক্তিযোদ্ধা গৌরপ্রসাদ রায় বলেন, কুখ্যাত রাজাকারের ফাঁসির রায় হওয়ায় সাক্ষী হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। পাশাপাশি আমি আনন্দিত ও তৃপ্ত।
রাজাকারদের বিচার শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অপর এক সাক্ষী ডা. সালেহ আহমদের লাশ প্রত্যক্ষ করা রমজান আলীর ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল মিয়া বলেন, কায়সারের বিচার কাজ দেখে যাওয়া স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হল। ছোটবেলা আমার বাড়িতে গণকবর দেখেছি তখন থেকেই স্বপ্ন ছিল রাজাকার কায়সারের বিচার দেখার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।