বিশ্বনাথ প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামী লীগের নেত্রী বেগম আইভী রহমানের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগের উদ্যোগে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বাদ জোহর উপজেলা সদরের বায়তুল আমান জামে মসজিদে এ দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, আ.লীগ নেতা আমির আলী চেয়ারম্যান, ফয়েজ আহমদ সেবুল, আছাব উদ্দিন, আবদুল মতিন, আবুল কালাম জুয়েল, শাখাওয়াত হোসেন, মিজানুর রহমান, সুফি শামছুল ইসলাম, আবুল হোসেন, কামাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, কৃষকলীগ নেতা আরশ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা জয়নাল আবেদিন, রাসেল আহমদ, দবির মিয়া, সুহেল আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম, রাসেল আহমদ, মিয়াদ আহমদ, আশরাফ,মেহেদি আহমদ, জাকির হোসেন, এমরান আহমদ, মোস্তাক আহমদ প্রমূখ। দোয়া পরিচালনা করে বায়তুল আমান জামে মসজিদের ইমাম।